প্রিন্ট এর তারিখঃ Nov 18, 2025 ইং || প্রকাশের তারিখঃ Oct 12, 2025 ইং
ইজারাবিহীন বরফকল জেটিতে অবৈধভাবে সার লোড-আনলোড করার অভিযোগ

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জে টেন্ডারবিহীন বরফকল জেটিতে অবৈধভাবে সার লোড- আনলোড করার অভিযোগ উঠেছে একটি প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। এতে সরকার হারাচ্ছে রাজস্ব এবং লাভবান হচ্ছে ওই চক্রটি।
বিআইডাব্লুটি এর নাকের ডগায় দীর্ঘদিন ধরে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে একটি স্থানীয় চক্র বলে অভিযোগ করেছেন স্থানীয় ব্যবসায়ীরা।
সূত্রে জানা যায়, বরফকল জেটির খালি জায়গায় পূর্বে সরকারের অনুমোদিত তিনটি প্রতিষ্ঠান ছিল এর মধ্যে মানামা ট্রেডার্স, মনির এন্টারপ্রাইজ ও কদম রসুল এন্টারপ্রাইজ।
পরবর্তীতে সরকারের পরিকল্পনা অনুযায়ী এই এলাকায় একটি আধুনিক কন্টেইনার পোর্ট নির্মাণের উদ্যোগ নেওয়া হলে ২০২২ সালে নারায়ণগঞ্জ বিআইডবিøউটিএ কর্তৃপক্ষ পূর্বের ইজারাদারদের ইজারা বাতিল করেন এবং পরবর্তীতে আর কাউকে নতুন ইজারা প্রদান করেননি।
এর আগে ২০২২ সালে বরফকল জেটি মাটির ছিল, সেই ঘাটটি লতিফ মাহাজান ইজারা নেন। পরবর্তীতে তার ঘাটেরও ইজারা বাতিল করা হলেও ইজারাবিহীন জেটিতে সার লোড-আনলোড এর কাজ চালিয়ে গেছেন মোবাবর হোসেন বাচ্ছু।
এদিকে সরকার পরিবর্তনের পর পূর্বের ইজারাদার মনির এন্টার প্রাইজের মালিক মোবারক হোসেন বাচ্চু কৌশলে বরফকল ঘাট দখল করে জেটিতে সার আনলোডের কাজ চালিয়ে যাচ্ছে। এতে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছেন এবং কিছু অসাধু সরকারি কর্মকর্তাকে ম্যানেজ করে এই অবৈধ কার্যক্রম অব্যাহত রেখেছেন।
স্থানীয়দের অভিযোগ, সরকার পরিবর্তনের পরও এই দুর্নীতিবাজদের দৌরাত্ম্য বন্ধ হয়নি। বরং প্রশাসনের নীরব ভূমিকার সুযোগ নিয়ে তারা আরও বেপরোয়া হয়ে উঠেছে। পূনরায় আবারও বরফকল জেটিতে সারর আনলোড করার পায়ঁতারা করছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বর্তমানে সেখানে আধুনিক কন্টেইনার পোর্টের নির্মাণকাজ চলছে। নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, শেখ ব্রাদার্সের ম্যানেজার বিশ^জিৎ বাবু মনির এন্টার প্রাইজের মালিক মোবারক হোসেন বাচ্চুকে সার আনলোড করার দায়িত্ব দেন, তিনি শেখ ব্রার্দাসের সার আনলোড করেছে। কিছুদিন আগে প্লাস্টিকের তেরপাল দিয়ে ডাকা ৮০০/১০০০টি সার এর বস্তা ছিল।
সেগুলো নিয়ে যায় এবং জায়গাটি খালি করে দেয়।
শেখ ব্রাদার্সের ম্যানেজার বিশ^জিৎ বাবু জানান, মনির এন্টার প্রাইজের মালিক মোবারক হোসেন বাচ্চুকে সার আনলোড করার দায়িত্ব দেন, তিনি শেখ ব্রার্দাসের সার আনলোড করেছে। টেন্ডার আছে কি না সে বলতে পারবে?।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নারায়ণগঞ্জ আপডেট